মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

শুবাচ বাংলা ভাষার আয়না / রেজাউল করিম



শুবাচ হলো বাংলা ভাষার আয়না।আয়নায় যেমন আমরা
আমাদের চেহারা দেখে থাকি, শুবাচের আয়নায় বাংলাভাষার শুদ্ধ বানান শুদ্ধ ভাষা দেখতে পাই। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি, ভাষা সুন্দর করে বলা লেখার ক্ষেত্রে শুবাচ এক অনন্য সাধারণ ভূমিকা পালন করছে 
বাংলা ভাষাকে সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন স্বার্থক হবে। আর এজন্য প্রয়োজন ভাষাচর্চা করা। অতএব শুবাচের সদস্য হওয়ার বিকল্প নেই 
মানুষের কাছে যেসব বিষয় তার প্রাণের মতোই প্রিয়, মাতৃভাষা তার মধ্যে অন্যতম। ধন্যবাদ জানাই শুবাচের প্রতিষ্ঠাতা জনাব . মোহাম্মদ আমীন মহোদয়কে। যার ঐকান্তিক প্রচেষ্টায় মায়ের ভাষাকে সুন্দর করে বলতে লিখতে পারছি। 
আমরা যেরকম গভীর ভালোবাসা দিয়ে একুশে ফেব্রুয়ারিতে আমাদের ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, ঠিক সেরকম শুবাচের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আমীন স্যারের সুস্থতা দীর্ঘজীবন কামনা করার জন্য শুবাচিদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন