মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

বইমেলায় ড. মোহাম্মদ আমীনের নতুন বই / চয়নিকা জাহান চৌধুরী

একুশে গ্রন্থমেলায়
ড. মোহাম্মদ আমীনের নতুন বই।

১. অর্হণা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
২. তিনে দুয়ে দশ, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৩. ভালোবাসা শুধুই ভালোবাসা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৪. বাঙালির বাংলা হাসি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৫. বিচিন্ত কথন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৬. বড়ো হুজুর ও বরুমতির মেলা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৭. চর্যাপদের পীঠস্থান, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৮. বাংলা আমার ভালো নেই, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৯. গুরমিত রাম রহিম সিং ও ভারতীয় ধর্মগুরুদের কীর্তিকলাপ, পুথিনিলয়।
১০. বাংলাদেশের জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস, শোভা প্রকাশ, বাংলাবাজার।
১১. ওরা এগার জন, শোভা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১২. জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প, শোভা প্রকাশনী, বাংলাবাজার।
১৩. নোবেল বিজয়ী সাহিত্যিক (১৯০১২০১৭), শিখা প্রকাশনী, বাংলাবাজার।
১৪. প্রবাদ ও প্রবচন অভিধান, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
১৫. সময়ের শ্রেষ্ঠ মনীষী, হাওলাদার প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১৬. সহজসূত্রে প্রমিত বাংলা বানান, মাওলা ব্রাদার্স, বাংলাবাজার, ঢাকা।
১৭. যেখানেই থাক ভালো থেক গোপাল, মাওলা ব্রাদার্স, বাংলাবাজার, ঢাকা।

প্রাপ্তিস্থান :
(১) স্টল নম্বর ২০০,২০১,২০২ (পুথিনিলয়)
(২) প্যাভিলিয়ন নম্বর ১৮ (শোভা প্রকাশ)।
(৩) স্টল নম্বর ১৬৯, ১৭০, ১৭১ ও ১৭২ (শিখা প্রকাশনী)।
(৪) প্যাভিলিয়ন নম্বর ১১ (মাওলা ব্রাদার্স)।
(৫) সংশ্লিষ্ট প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
(৬) রকমারি ডট কম এবং অভিজাত লাইব্রেরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন