মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস/ ড. আবদুল মান্‌নান।

বাংলাদেশের সবগুলি বিভাগ, জেলা, উপজেলা এবং নদ-নদীর
নামকরণের ইতিহাস, হালনাগাদ তথ্য, স্থানের বিবরণ, প্রসিদ্ধ স্থানের
ইতিবৃত্ত, জনসংখ্যা, ঐতিহাসিক বিবর্তন, জনতাত্ত্বিক বিশ্লেষণ প্রভৃতি
একই গ্রন্থে একটি মোড়কে পেতে চাইলে ড. মোহাম্মদ আমীনের লেখা
বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস’ ছাড়া
আপনার আর কোনো গত্যন্তর নেই। কারণে বাংলাদেশে আর কোনো
গ্রন্থে এক মোড়কে আপনি এতসব তথ্য পাবেন না। বইটি অমর একুশে
গ্রন্থমেলায়  শোভা প্রকাশনীর  স্টলে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন