মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

বইমেলায় ড. মোহাম্মদ আমীনের নতুন বই / চয়নিকা জাহান চৌধুরী

একুশে গ্রন্থমেলায়
ড. মোহাম্মদ আমীনের নতুন বই।

১. অর্হণা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
২. তিনে দুয়ে দশ, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৩. ভালোবাসা শুধুই ভালোবাসা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৪. বাঙালির বাংলা হাসি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৫. বিচিন্ত কথন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৬. বড়ো হুজুর ও বরুমতির মেলা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৭. চর্যাপদের পীঠস্থান, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৮. বাংলা আমার ভালো নেই, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৯. গুরমিত রাম রহিম সিং ও ভারতীয় ধর্মগুরুদের কীর্তিকলাপ, পুথিনিলয়।
১০. বাংলাদেশের জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস, শোভা প্রকাশ, বাংলাবাজার।
১১. ওরা এগার জন, শোভা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১২. জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প, শোভা প্রকাশনী, বাংলাবাজার।
১৩. নোবেল বিজয়ী সাহিত্যিক (১৯০১২০১৭), শিখা প্রকাশনী, বাংলাবাজার।
১৪. প্রবাদ ও প্রবচন অভিধান, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
১৫. সময়ের শ্রেষ্ঠ মনীষী, হাওলাদার প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১৬. সহজসূত্রে প্রমিত বাংলা বানান, মাওলা ব্রাদার্স, বাংলাবাজার, ঢাকা।
১৭. যেখানেই থাক ভালো থেক গোপাল, মাওলা ব্রাদার্স, বাংলাবাজার, ঢাকা।

প্রাপ্তিস্থান :
(১) স্টল নম্বর ২০০,২০১,২০২ (পুথিনিলয়)
(২) প্যাভিলিয়ন নম্বর ১৮ (শোভা প্রকাশ)।
(৩) স্টল নম্বর ১৬৯, ১৭০, ১৭১ ও ১৭২ (শিখা প্রকাশনী)।
(৪) প্যাভিলিয়ন নম্বর ১১ (মাওলা ব্রাদার্স)।
(৫) সংশ্লিষ্ট প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
(৬) রকমারি ডট কম এবং অভিজাত লাইব্রেরি।

বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

জর্জ ওয়াশিংটন হতে ডোনাল্ড ট্রাম্প / ড. মোহাম্মদ আমীন

‘জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প’ ড. মোহাম্মদ আমীন এর লেখা একটি গবেষণামূলক জীবনী গ্রন্থ। ইতোঃপূর্বে তিনি আরো অনেকের জীবনী লিখেছেন। তন্মধ্যে ১৯০১ থেকে ১৯১৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীগণের জীবনী, পৃথিবীর বিভিন্ন দেশের জাতির পিতাগণের জীবনী, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জীবনী, কক্সবাজার শহরের প্রতিষ্ঠাতা হিরাম কক্স এর জীবনী প্রভৃতি উল্লেখযোগ্য। জীবনী লেখায় ড. আমীনের একটি নিজস্ব আঙ্গিক ও ব্যতিক্রমী দক্ষতা রয়েছে। ছোটো ছোটো বাক্যে সহজ ভাষায় বর্ণনা জীবনী গ্রন্থকে সুখপাঠ্য করে তোলে। অধিকন্তু তিনি জীবনী রচনায় এমন ঘটনার সন্নিবেশ ঘটনা, যাতে পাঠক উপন্যাস পড়ার মতো অন্যরকম অনুভূতিতে আবিষ্ট থাকতে বাধ্য হন। বিস্তৃত পরিসর থেকে তিনি অতি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি এমনভাবে তুলে আনেন, যাতে অল্প পরিসরে পাঠক ওই ব্যক্তির জীবনী সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন। জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প বইটিতেও লেখকের এমন ব্যতিক্রমী দক্ষতার পরিচয় পাওয়া যায়। জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্টের সংখ্যা ৪৪। বইটিতে এই ৪৫ জন প্রেসিডেন্টের জীবনী, তাঁদের ব্যক্তিগত এবং রাজনীতিক জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা-সহ বিস্তারিত বর্ণনা করা হয়েছে বেশ সহজ ভাষায়।
বইটিতে কোন ব্যক্তি কখন, কীভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, প্রেসিডেন্ট থাকাকালীন তাঁদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁদের দৃষ্টিভঙ্গি, আমেরিকার রাজনীতির সঙ্গে বিশ্বরাজনীতির সম্পর্ক, জনপ্রিয়তা, ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি এবং বৈচিত্র্যময় ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। যেসব প্রেসিডেন্টের জীবনী সম্পর্কে এই বই হতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাদের নাম হচ্ছে :
১। জর্জ ওয়াশিংটন :১৭৮৯-১৭৯৭
২। জন এডাম্স :১৭৯৭-১৮০১
৩। থমাস জেফারসন :১৮০১-১৮০৯
৪। জেমস মেডিসন : ১৮০৯-১৮১৭
৫। জেমস মনরো : ১৮১৭-১৮২৫
৬। জন কুইন্সি এডাম্স :১৮২৫-১৮২৯
৭। এন্ড্রু জ্যাকসন :১৮২৯-১৮৩৭
৮। মার্টিন ভ্যান ভ্যারেন : ১৮৩৭-১৮৪
৯। উইলিয়াম হ্যানরি হ্যারিসন : ১৮৪১-১৮৪১
১০। জন টেইলর :১৮৪১-১৮৪৫
১১। জেম্স কে পোল্ক :১৮৪৫- ১৮৪৯
১২। জেচারি টেইলর : ১৮৪৯-১৮৫০১৩। মিলার্ড ফিল্মোর :১৮৫-১৮৫৩
১৪। ফ্রান্কলিন পার্চ : ১৮৫৩-১৮৫৭
১৫। জেমস বুকানন : ১৮৫৭-১৮৬১
১৬। আব্রাহাম লিংকন : ১৮৬১-১৮৬৫
১৭। এন্ড্রু জনসন :১৮৬৫-১৮৬৯
১৮। ইলিসিস এস গ্র্যান্ট :১৮৬৯-১৮৭৭
১৯। রাদারফোর্ড বি হ্যাইস : ১৮৭৭-১৮৮১
২০। জেম্স এ গারফিল্ড : ১৮৮১- ১৮৮১
২১। চেস্টার এ আর্থার : ১৮৮১-১৮৮৫
২২। গ্রোভার ক্লিভল্যান্ড : ১৮৮৫-১৮৮৯
২৩। বেন্জামিন হ্যারিসন : ১৮৮৯-১৮৯৩
২৪। গ্রোভার ক্লিভল্যান্ড : ১৮৯৩-১৮৯৭
২৫। উইলিয়াম ম্যাককিন্লি :১৮৯৭-১৯০১
২৬। থিউডর রুজভেল্ট :১৯০১-১৯০৯
২৭। উইলিয়াম এইচ টাফ্ট :১৯০৯-১৯১৩
২৮। উড্রো উইল্সন : ১৯১৩-১৯২১
২৯। ওয়্যারেন জি হার্ডিং : ১৯২১-১৯২৩
৩০। ক্যালভিন কোলিজ : ১৯২৩- ১৯২৯
৩১। হার্ভাট সি হুভার : ১৯২৯- ১৯৩৩
৩২। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট :১৯৩৩- ১৯৪৫
৩৩। হ্যারি এস ট্রুম্যান : ১৯৪৫-১৯৫৩
৩৪। ডইট ডি আইজেনহাওয়ার :১৯৫৩-১৯৬১।
৩৫। জন এফ কেনেডি : ১৯৬১-১৯৬৩
৩৬। লিন্ডন বি জনসন :১৯৬৩-১৯৬৯
৩৭। রির্চাড এম নিক্সন : ১৯৬৯-১৯৭৪
৩৮। গ্যারাল্ড ফোর্ড :১৯৭৪-১৯৭৭
৩৯। জিমি কার্টার : ১৯৭৭-১৯৮১
৪০। রোনাল্ড রিগ্যান : ১৯৮১-১৯৮৯
৪১। জর্জ বুশ : ১৯৮৯-১৯৯৩
৪২। বিল ক্লিনটন : ১৯৯৩-২০০১
৪৩। জর্জ ডবি¬উ বুশ ২০০১-২০০৮
৪৪। বারাক হোসেন ওবামা, ২০০৯- ২০১৭
৪৫. ডোনাল্ড ট্রাম্প (২০১৭-) 
বইটির প্রকাশক : শোভা প্রকাশ। বইটি অমর একুশে গ্রন্থমেলায় শোভা প্রকাশ এর প্যাভিলিয়নে পাওয়া যাবে। ছাত্র, গবেষক, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী-সহ আমেরিকার প্রেসিডেন্ট সম্বন্ধে জানার আগ্রহী সবার কাছে গ্রন্থটি  একটি মূল্যবান সংগ্রহ হিসেবে বিবেচিত হতে পারে। 

মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

ওরা এগারো জন / প্রমিতা দাস লাবণী


‘ওরা এগারো জন’ ড. মোহাম্মদ আমীনের লেখা একটি ভিন্নধর্মী বই। বিষয়বস্তু নতুন না হলেও, ধারণা নতুন এবং অভিনব। এমন গ্রন্থ বাংলা সাহিত্যের বিকাশে একটি কার্যকর ও স্থায়ী উদ্যোগ বলে মনে হয়েছে। এই গ্রন্থে এমন এগার জনের জীবনচরিত ও কীর্তির বর্ণনা করা হয়েছে, যারা পরিশ্রমী, প্রতিভাবান, চিন্তাশীল, সৃজনমুখর এবং আপন ভাবনারাজ্যে তুলনাহীন। প্রতিভাবান এই এগারো জনের দশজন শুবাচ সদস্য এবং একজন জাপানি (নাওমি ওয়াতানাবে) বাঙালি সাহিত্যিক। তিনি শুবাচের উপদেষ্টা।

বইটির প্রকাশের বিষয়ে লেখকের মন্তব্য প্রণিধানযোগ্য। তাঁর মতে, “প্রতিভার যথাযথ মূল্যায়ন না হলে প্রতিভার সৃষ্টি হয় না। পাথরে পড়ে থাকলে অতি উন্নত বীজও নষ্ট হয়ে যায়। উপযুক্ত পরিবেশ না পেলে অতি উত্তম বীজও অনঙ্কুরিত থেকে যায়। অঙ্কুরিত হলেও
উর্বর ক্ষেত্র, আবশ্যক উপাদান এবং পরিচর্যাহীনতার কারণে ফুলে-ফলে বিকশিত হওয়ার আগে মরে যায়। তাই কোনো ব্যক্তি শুধু প্রতিভাবান হলে হয় না, বিকাশ বা খ্যাত হওয়ার জন্য উপযুক্ত ক্ষেত্র এবং প্রয়োজনীয় পরিচর্যা আবশ্যক। উপযুক্ত ক্ষেত্র এবং পরিচর্যার অভাবে অত্যাবশক-ক্ষেত্রহীন উত্তম বীজের মতো অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। যদি অখ্যাত এই প্রতিভাবানদের তুলে ধরা যায়, তাহলে তারা নিজেদের প্রতিভা বিকাশের ক্ষেত্র খুঁজে পাবেন। ‘ওরা এগারো জন’ গ্রন্থের মাধ্যমে এই প্রয়াসের সূচনা করা হলো। তথ্য প্রাপ্তি সাপেক্ষে, প্রতিবছর এই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।”
‘ওরা এগারো জন’ এমন একটি গ্রন্থ, যেখানে কবি-সাহিত্যিক হিসেবে স্বল্পপরিচিত কিন্তু প্রখর মেধাসম্পন্ন অনবদ্য সৃজনশীল ক্ষমতার অধিকারী এগারো জন ব্যক্তির সাহিত্যকর্ম, জীবনাচরণ, আদর্শ ও মূল্যবোধ-সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রন্থে যাদের নিয়ে আলোচনা করা হয়েছে তাঁদের নাম, প্রবন্ধের নামসহ নিচে দেওয়া হলো :
১. ভূঁইয়া সফিকুল ইসলাম : কাব্য-স্নিগ্ধের নিপাট মুগ্ধতা।
২. রতন সিদ্দিকী : অনুভবের বোদ্ধা সংস্কৃতির কুসুম।
৩. লিয়াকত আলী : জীবনাভিজ্ঞতার নিপুণ ঋদ্ধতা।
৪. নাওমি ওয়াতানাবে : পরিশুদ্ধ বাংলায় বিশুদ্ধ জাপানি।
৫. মোহাম্মদ সরওয়ার হোসাইন আজিজ : মুগ্ধকর স্নিগ্ধতা।
৬. শাহাদাত হোসাইন শাহালাস্কুয়াস : অনুপম শিল্পী কবির সত্তরোর্ধ শিশু সত্তা।
৭. শামসুল আলম সেলিম : কবিতার তৃপ্তি সারল্যের দীপ্তি
৮. এম এল গনি : জীবনবোধে উদ্দীপ্ত প্রমুগ্ধ দার্শনিক।
৯. সালাহউদ্দিন আহাম্মদ : প্রেম দ্রোহে শব্দ সজাগ কবি।
১০. পূর্ণা রায় : ভালবাসার প্রৈতি মুগ্ধতার প্রীতি।
১১. সুভাষ সর্ব্ববিদ্যা : কাব্য-গল্পে বাস্তবতার নির্ঝর প্রসর।
-------------------------------------------------------------------------
প্রকাশক : শোভা প্রকাশ
প্রাপ্তিস্থান : অমর একুশে গ্রন্থমেলার শোভা প্রকাশ এর প্যাভিলিয়ন।

মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস/ ড. আবদুল মান্‌নান।

বাংলাদেশের সবগুলি বিভাগ, জেলা, উপজেলা এবং নদ-নদীর
নামকরণের ইতিহাস, হালনাগাদ তথ্য, স্থানের বিবরণ, প্রসিদ্ধ স্থানের
ইতিবৃত্ত, জনসংখ্যা, ঐতিহাসিক বিবর্তন, জনতাত্ত্বিক বিশ্লেষণ প্রভৃতি
একই গ্রন্থে একটি মোড়কে পেতে চাইলে ড. মোহাম্মদ আমীনের লেখা
বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস’ ছাড়া
আপনার আর কোনো গত্যন্তর নেই। কারণে বাংলাদেশে আর কোনো
গ্রন্থে এক মোড়কে আপনি এতসব তথ্য পাবেন না। বইটি অমর একুশে
গ্রন্থমেলায়  শোভা প্রকাশনীর  স্টলে পাওয়া যাবে।