মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

নীলফামারী : আউলিয়াখানা নদীর নামকরণ / ড. মোাহাম্মদ আমীন

আউলিয়াখানা নদী
নীলফামারী অঞ্চলে আউলিয়াখানা একটি বিখ্যাত নদী। এ নদীকে নিয়ে রয়েছে বহু কিংবদন্তী এবং মানুষের সুখ-দুঃখের কাহিনি। বাংলাদেশের অধিকাংশ নদীর নাম ভারতীয় পুরাণ ও হিন্দু দেবদেবীদের নাম হতে গৃহীত।মুসলিম নাম হতে নামায়িত বাংলাদেশের নদীসমূহের মধ্যে ‘আউলিয়াখানা’ অন্যতম। নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়  উৎপন্ন হয়ে, নদীটি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার ঘাঘট নদীতে মিলিত হয়েছে। কথিত হয়, জলঢাকা উপজেলায় নদীটির প্রবেশমুখে ত্রয়োদশ শতকের প্রারম্ভে  আরব দেশে হতে আগত একজন আউলিয়া একটি খানা বা আস্তানা বা বাড়ি গড়ে তুলেছিলেন। একবার প্রবল বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। লোকজন আউলিয়ার কাছে সাহায্য চাইতে গেলে তিনি নদীকে বলেন : এখানে আমার খানা, তুমি এদিকে এস না। নদীর জল তখন শান্ত হয়ে যায় এবং আউলিয়া সাহেবের খানা বা বাড়ি ও সংলগ্ন গ্রাম বন্যা হতে রক্ষা পায়। এরপর হতে নদীটির নাম হয় আউলিয়াখানা। আবার অনেকের মতে, আউলিয়া সাহেবের খানায় প্রতিদিন বহুলোক খানা বা খাদ্য খেতেন। যার অধিকাংশ এ নদী হতে কিংবা এ নদী পথ দিয়ে আসত। নদীর পাশে আউলিয়ার খানা ছিল তাই নদীটির নাম হয় আউলিয়াখানা।
সূত্র : বাংলাদেশের জেলা উপজেলা ও নদ নদীর নামকরণের ইতিহাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন