মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

আতাই নদীর নাকরণ / ড. মোহাম্মদ আমীন

আতাই নদী
যার নাই ঠাই তাকে বলে আঠাই। মূলত আঠাই শব্দের স্থনীয় বিকৃতরূপ আতাই। আতিই নদী  নড়াইল জেলার বড়দিয়া থেকে খুলনা শহেরর নিকট এসে ভৈরব নদীতে মিলিত হয়েছে। খুলনার তেরখাদা দিঘলিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত  আতাই নদী অত্যন্ত জলোচ্ছ্বাসপ্রবণ। এক সময় নদীটি ছিল অত্যন্ত গভীর ছিল। খুলনা যশোর অঞ্চলে ছোট নদীর মধ্যে এত গভীর আর কোনো নদী ছিল না।নদীটি এত গভীর ছিল যে, কেউ  কেউ ঠাই পেতো না। লম্বা বাঁশ দিয়েও মাঝিমাল্লা জেলেরা অনেক সময় এর তলার হদিস পেত না।  তাই নাম হয় আঠাই> আতাই। 
সূত্র : বাংলাদেশের নদনদীর নামকরণ, ড. মোহাম্মদ আমীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন