মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

আমনদামন নদীর নামকরণ / ড. মোহাম্মদ আমীন


আমনদামন 
আমন দমন হতে আমনদামন নামের উদ্ভব। দমন মানে দমন করা, ব্যাহত করা, ক্ষতি করা। জোয়ারভাটার প্রভাব-বিমুক্ত আমনদামন নদী (Amondamon River) ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা ও আশপাশের এলাকার একটি বহুল পরিচিত নদী। নদীটির প্রবাহিত পথের দৈর্ঘ্য ১১ কিলোমিটার, প্রস্থ ৭০ মিটার এবং গভীরতা . মিটার। নদী অববাহিকার আয়তন ৩৩ বর্গকিলোমিটার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলারর বেলহারা বিল হতে নদীটি  উৎপত্তি লাভ করে এই উপজেলাতেই নাগর নদে  পতিত হয়েছে। নদীর প্রবাহ পথ তেমন দীর্ঘ নয় কিন্তু প্রতিক্রিয়া ছিল ব্যাপক। একবার নদীর অসময় প্রবল বন্যায় নদী সংলগ্ন পুরো এলাকার আমন চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রায়শ নদীটি আমন চাষকে দমন করত বা ব্যাহত করত। আমন চাষকে দমন করেছিল বলে নদীটির  নাম হয় আমনদামন। নদীটির পানিপ্রবাহ মৌসুমি প্রকৃতির। মার্চ-এপ্রিল মাসে পানিপ্রবাহ থাকে না। বর্ষার মৌসুমে আগস্ট মাসে বেশি পানিপ্রবাহ থাকে। তখন আমনদামন নদীতে পানিপ্রবাহের মাত্রা হয় ঘনমিটার/সেকেন্ড এবং নদীর পানির গভীরতা হয় . মিটার।

সূত্র : বাংলাদেশের নদনদীর নামকরণ, ড. মোহাম্মদ আমীন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন