মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

রংপুর : আখিরা নদী / ড. মোহাম্মদ আমীন

আখিরা নদী
রংপুর অঞ্চলের বিখ্যাত নদী আখিরা। প্রাচীনকাল হতে এটি এলাকাবাসীর প্রাত্যহিক জীবনের নানা ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছে। নদীটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চৌদ্দভূবন বিল হতে সৃষ্ট হয়ে পীরগঞ্জ, পলাশবাড়ি পেড়িয়ে ঘোড়াঘাট পৌছেছে। চলার পথে এটি কারও করেছে কল্যাণ আবার কারও করেছে অকল্যাণ। তবে শুকনো মৌসুমে এ নদীর জলই ছিল এলাকাবাসীর ফসলের উৎস, নিজেদের জীবিকার অন্যতম ভিত্তি। নদীটি ঘোড়াঘাটে এসে করতোয়া বাঙালি নদীতে আখিরা নদী নামে মিলিত হয়েছে। আখি শব্দের অর্থ চোখ। আখির মতো স্বচ্ছ জলের জন্য নদীটির নাম হয় আখিরা নদী। আবার অনেকের মতে আখের মানে চিরন্তন বা শেষ। নদীটি সতত প্রবাহমান  এবং কোনোদিন এর শেষ হবে না- এমন ধারণা থেকে নদীটির নাম হয় ‘আখিরা’। আর একটি প্রবাদ বলে, আসলে পাখিরা হতে নদীটির নাম হয় আখিরা। এ নদীর উভয় তীরে প্রচুর পাখি থাকত। পাখিরা সারা বছর নদীকে কোলাহলমূখর করে রাখত। তাই এর নাম পাখিরা, যার আঞ্চলিক অপভ্রংশ আখিরা।
সূ্ত্র :  নদ নদীর নামকরণ : ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন