মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

আঠারোবাঁকি নদীর নামকরণ / ড. মোহাম্মদ আমীন

আঠারোবাঁকি নদীর নামকরণ

আঠারোবাঁকি নদী বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা নড়াইল জেলার উপর দিয়ে প্রবাহিত একটি নদী আঠারো বাঁক শব্দের মিলনে আঠারোবাঁকি নামের উদ্ভব। মধুমতি বাংলাদেশের একটি বিখ্যাত নদী। নদী  নড়াইল গোপালগঞ্জ জেলাকে বিচ্ছিন্ন করে অবিচ্ছিন্ন করেছে জলের টানে, পলির প্রাণে আর কৃষকের গানে। মধুমতি নদী কালিয়া উপজেলার দক্ষিণ-পূর্ব সীমান্তে সিংগাতি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত। গ্রামের দক্ষিণ দিকে একটি শাখা নদী প্রবাহিত। এর নাম আঠারোবাঁকি নদী। আঠারোটি বাঁকে নদীটি প্রবাহিত হয়। তাই এর নাম আঠারোবাঁকি নদী। আসলে বাঁক প্রকৃতপক্ষে আঠারো নাকি তার বেশি বা কম সেটি বড় কথা নয়। তৎকালে নদীটির পরিচিত আঠারোটি বাঁক ছিল। আলাইপুর নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ স্থান। আলাউদ্দিন হুসেন শাহের বাল্যজীবন আলাইপুরে কেটেছে। গ্রামের কাজীবাড়ি ছিল তার শ্বশুর বাড়ি।
সূত্র : বাংলাদেশের নদনদীর নামকরণ, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন