মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

সাতক্ষীরা : অর্পণগাছিয়া নদীর নামকরণ / ড. মোহাম্মদ আমীন

অর্পণগাছিয়া নদী
অর্পণগাছিয়া বাংলাদেশের একটি বহুল পরিচিত নদী। সাতক্ষীরা অঞ্চলের আর্থসামাজিক ক্ষেত্রে একসময় নদীটির ব্যাপক প্রভাব ছিল।  সাতক্ষীরা জেলার মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত নদীটি সুন্দরবনের মধ্যে প্রবেশের পর দীর্ঘপথ অতিক্রম করে অর্পণগাছিয়া নাম ধারণ করেছে। অর্পণ আর গাছ শব্দের সমন্বয়ে ঘটিত হয়েছে অর্পণগাছিয়া। অর্পণ অর্থ প্রদান বা বিসর্জন এবং গাছিয়া অর্থ গাছপালা, ভূমি প্রভৃতি। কথিত হয়, সুন্দরবন তার প্রচুর গাছপালা ও ভূমি অর্পণ বা বিসর্জন দিয়ে নদীর চলার পথকে সুগম করেছে। এজন্য নদীটির নাম হয়েছে অর্পণগাছিয়া। অর্পণগাছিয়া নদী মালঞ্চ নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
সূত্র : বাংলাদেশের জেলা উপজেলা ও নদ নদীর নামকরণের ইতিহাস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন